
ফুলপুর(ময়মনসিংহ)নিজস্ব প্রতিনিধিঃ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় উপজেলা পরিষদ হল রুমে ২৫/৭/২০২৪ ইং রোজ মঙ্গলবার সকাল ১০ঘটিকার সময়। ৬ ষষ্ঠ ুউপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় হালুয়াঘাট উপজেলার নবনির্বাচিত উপজেলা পরিষদ কে বরণ ও পুরাতন পরিষকে বিদায় জানানো হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমান। বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হামিদ, ভাইস চেয়ারম্যান শেখ রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন ময়না, এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ঝরনা ঘোষ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ফকির, এমপি মহোদয়ের প্রতিনিধি কামরুল ইসলাম, হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার পানেসচন্দ্র পণ্ডিত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দীন ্শিক্ষা অফিসার সেলিমা আক্তার খাতুন, সমাজসেবা অফিসার সানিয়াত সন্ধানী, অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলার 12 টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও ইলেকট্রনিক ও পিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান শেষে চেয়ারম্যান অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা পরিষদ কে ফুল দিয়ে বরণ করা হয় ও পুরাতন উপজেলা পরিষদ কে ফুল দিয়ে বিদায় জানানো হয়। এ সময় নবনির্বাচিত উপজেলা পরিষদ সুন্দরভাবে দায়িত্ব পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন।