বাড়িরংপুর বিভাগদিনাজপুর জেলা৯ দফা দাবিতে বীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ

৯ দফা দাবিতে বীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ

মো: ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ (দিনাজপুর)নিজস্ব প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে “মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র” এ স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরের ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড চত্বরে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব আশরাফুল আলম, সেক্রেটারি অধ্যক্ষ মুফতি মুহাম্মদ খায়রুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ হাসান। এ সময় বীরগঞ্জ উপজেলা শাখার সদস্যবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উক্ত গণসমাবেশ সঞ্চালনায় বীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments