
মোঃ মোরশেদ আলম, বিশেষ প্রতিনিধি, লক্ষ্মীপুর সদর।
গত কয়েক সপ্তাহ ধরে এপ্রিলের তীব্র উত্তাপ জনজীবনে এক যন্ত্রণাধায়ক পরিস্থিতি সৃষ্টি করে। এরই মধ্যে লক্ষ্মীপুর জেলাধীন ঐতিহ্যবাহী সুপারি ও মাছের বাজার খ্যাত মীরগঞ্জ বাজারে ০৩ রা মে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেরোয়া ইউনিয়নের পক্ষ থেকে জুমার পর সাধারণ জণগণ, ব্যবসায়ী, পথচারী, চালক ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেরোয়া জামায়াতের আমীর হাফেজ দেলোয়ার হোসাইন, শ্রমিক কল্যাণের সভাপতি জয়নাল আবেদীন, বিশিষ্ট আলেমেদ্বীন মাও.আনোয়ার হোসেন, ডা.কামাল উদ্দীন, হাজী সিরাজ উল্লাহ, মাও.আনোয়ার হোসাইন, মাও.নূর উদ্দীন, মোঃ মোরশেদ আলম,মোঃ হাসান,আব্দুল আজীজ সিয়াম, মুজাহিদুল ইসলামসহ জামায়াত-শিবিরের প্রায় অর্ধ শতাধিক নেতা কর্মী।
উল্লেখ্য বেশ কয়েকদিন ধরে জেলার বিভিন্ন শহর, হাট-বাজার, গ্রাম,মহল্লা, কৃষি ক্ষেত ইত্যাদির মধ্যে সর্ব সাধারণের মাঝে জামায়াত-শিবির বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন,শরবত ও টুপি বিতরণ করে আসছে। যা স্থানীয়রা ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।