
যোগেশ ত্রিপুরা (রামগড় প্রতিনিধি) :-
খাগড়াছড়ি জেলাধীন রামগড় উপজেলা প্রশাসন ও রামগড় পরিসংখ্যান বিভাগের আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালন করা হয়েছে।
এর প্রতিপাদ্য বিষয় হলো ঃ-
“স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান”
আজ ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মিসেস মমতা আফরিন এর সভাপতিত্বে ও রামগড় উপজেলা পরিসংখ্যান অফিসার দীলিপ কুমার দাসের সঞ্চালনায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।দিবসটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০১নং রামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম মজুমদার,রামগড় পৌরসভার ৪.৫.৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা বড়ুয়া, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার উদ্দিন। উপস্থিত ছিলেন রামগড় উপজেলার সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
বক্তারা উল্লেখ করেন যে – বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে পরিসংখ্যান বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তাই আন্তর্জাতিকের কাছে পরিসংখ্যান বিভাগটি সুনাম অর্জন করে আসছে।