
এম এ এইচ জয়,বিশেষ প্রতিনিধি বান্দরবান।
বান্দরবান জেলার লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের চাম্বি মফিজ বাজারে ৫ মার্চ রোজ মঙ্গলবার ভ্রাম্যমান আদালত অভিযান চালান। অভিযান পরিচালনা করেন লামা উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম। প্রসিকিউশনে ছিলেন কৃষি বিভাগের উপজেলা মার্কেটিং অফিসার মোঃ বোরহান উদ্দিন,মোঃ শাহজালাল স্যানিটারি ইন্সপেক্টর (দাঃ প্রা)। আইন শৃঙ্খলা সহযোগিতায় ছিলেন আজিজনগর পুলিশ ক্যাম্পের এস আই কৈলাশ বড়ুয়া সহ পুলিশ টিম।
মোবাইল কোর্টে খোলা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের কারণে মামুন কুলিং কর্ণারকে ভোক্তা অধিকার আইনে ১০০০ টাকা অর্থদন্ড, জালানি তেলের দোকান নাজিম উদ্দিনকে কোন লাইসেন্স, মূল্য তালিকা, গ্যাসের সিলিন্ডার ক্রয় রসিদ, অগ্নি নির্বাপক ফায়ার এক্সিটিংগুইশার না থাকার কারণে ৫,০০০ টাকা অর্থদন্ড ও মক্কা মদিনা হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ফ্রিজিং প্রক্রিয়াজাত করার কারণে ২,০০০ টাকা অর্থদণ্ড , সর্বমোট ৮,০০০ টাকা অর্থদণ্ড করেন।
মোবাইল কোর্ট পরিচালনা কালীন বাজারের অধিকাংশ দোকানদার দোকান বন্ধ করে পালিয়ে যান। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম বলেন- আমাদের এ অভিযান চলমান থাকবে। পবিত্র রমজান মাসে যাহাতে অসাধু ব্যবসায়িরা দ্রব্য মূল্যে বৃদ্ধি না করতে পারে সে জন্য আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব। আমরা দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে সর্বদা সতর্কতার সহিত দৃষ্টি রাখছি। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা বিভিন্ন মিডিয়াতে কাজ করছেন, আপনাদের সহযোগিতাও আমাদের কাম্য।