মো:ফায়সাল (সৈয়দপুর, নীলফামারী)শিহ্মানবীস প্রতিনিধি।
আজ ২৬শে মার্চ রোজ মঙ্গলবার "ওব্যাট ব্যাক টু স্কুল" এর প্রধান শিহ্মক মোছা : তাবাসসুম আক্তারের উদ্যোগে স্কুল প্রাঙ্গনে মহান স্বাধীনতা দিবস উপলহ্ম্যে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।"ওব্যাট ব্যাক টু স্কুল " কতৃক আয়োজিত এই অনুষ্ঠানে শিহ্মক সহ (ষষ্ঠ-দশম) শ্রেনীর শিহ্মার্থীরা অংশগ্রহণ করে।ছাত্র-ছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকাল থেকেই স্কুল প্রাঙ্গণ ছিল আনন্দ-মুখর।
প্রধান শিহ্মকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন" প্রান্তিক উন্নয়ন সোসাইটির" এলাকা সমন্বয়কারী জনাব মোঃইরফান আজম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন "প্রান্তিক উন্নয়ন সোসাইটির" হিসাবরহ্মক মোঃ মেরাজ আলম।বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব মো: অকবর খান, ও বিশিষ্ট ব্যবসায়ী মো:মাহমুদ আলম। উপস্থিত ছিলেন "ওব্যাট ব্যাক টু স্কুল "এর সহকারী প্রধান শিহ্মক মো:জামিল হাসান।সিনিয়র শিহ্মক জনাব মো:খুরশিদ আলম,মোঃআমান আফরোজ প্রমুখ।অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন স্কুলের সিনিয়র শিহ্মক মোঃ খুরশিদ আলম।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে জাতীয় পতাকা উওোলন ও সম্মান প্রদশর্নের মাধ্যমে সকাল ১১:০০ ঘটিকায় অনুষ্ঠান আরম্ভ হয়। ভাষন ও কুইজ প্রতিযোগীতা ছিলো অনুষ্ঠানের বিশেষ চমক।মহান স্বাধীনতা দিবসের লক্ষ্য ও তাৎপর্য বর্তমান প্রজন্মের কাছে প্রেরণার উৎস হিসেবে ধরা দেয় এই অনুষ্ঠানের মাধ্যমে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় আলোচনা সভা।
প্রধান অতিথি জনাব মোঃইরফান আজম ওব্যাট ব্যাক টু স্কুলের এই দৃষ্টিনন্দন আয়োজনের ভূয়সী প্রসংসা করেন।তিনি ওব্যাট ব্যাক টু স্কুলের দাতা সংস্থা "ওব্যাট কানাডার" কৃতজ্ঞতা প্রকাশ করেন।সাথে শিহ্মার্থীদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে আদর্শ জীবন গঠনের দিকনির্দেশনা প্রদান করেন।
সহকারী প্রধান শিহ্মক জনাব মো:জামিল হাসান শিহ্মার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।তিনি বক্তব্যে বলেন, ‘শুধু স্বাধীনতা অর্জিত হলেই সংগ্রাম শেষ হয়ে যায় না।সমস্ত প্রতিক্রিয়াশীল হিংসাত্মক দৃষ্টি থেকে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্যে আমাদের আরো সচেতন হতে হবে। আজকের এ দিনে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের শপথ নিতে হবে।জাতীয় ঐতিহ্যকে ধারণ ও দেশের সমৃদ্ধিকে ত্বরান্বিত করতে আমরা সকলেই দৃঢ় প্রতিজ্ঞ।
শিহ্মার্থীদের পহ্মে দশম শ্রেনীর শিহ্মার্থী বলেন -মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণে আমরা নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা মুক্তিযোদ্ধের নানা ঘটনা সম্পর্কে অবহিত হয়ে বিশেষ উপকৃত হয়েছি।সুন্দর এই আয়োজনের জন্য শিহ্মার্থীর পক্ষ থেকে শিহ্মকদের ধন্যবাদজ্ঞাপন করে।
আলোচনা সভা শেষে বিজয়ী শিহ্মার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।পুরষ্কার বিতরণের পর বিশ্বশান্তি কামনা করে দেশের সকল শহীদদের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানের ধারাবাহিকতায় ইফতার শেষে সকলের সুস্থ ও দীর্ঘজীবন কামনা করে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।