বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলাসরিষাবাড়িতে উজ্জল হত্যা মামলার দুই জন আসামি গ্রেফতার।

সরিষাবাড়িতে উজ্জল হত্যা মামলার দুই জন আসামি গ্রেফতার।

হাফিজুর রহমান,সরিষাবাড়ী(জামালপুর) শিক্ষানবিস প্রতিনিধি।

সরিষাবাড়ী থানাধীন মোঃ উসর আলী এর ছেলে শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মোঃ উজ্জল(১৪) গত ২৭/০৩/২০২৪খ্রি তারিখে সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর ৩১/০৩/২০২৪খ্রি তারিখ দুপুর ০২.২৫ ঘটিকার সময় সরিষাবাড়ী থানাধীন চর বলিয়া সাকিনস্থ জনৈক আপেল পিতা হবিবুর রহমান এর নির্মানাধীন বিল্ডিং উত্তর পশ্চিম কোনায় টয়লেটের সেফটি ট্যাংকির ভিতরে দূরগন্ধের সূত্রে মোঃ উজ্জল(১৪) এর লাশ উদ্ধার করা হয়। উক্ত হত্যাকান্ডের ঘটনায় উজ্জল এর পিতা উসর আলী বাদী হয়ে ০৯ জনের বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় এজাহার দায়ের করে। সরিষাবাড়ী থানার মামলা নং-০১, তারিখ-০১/০৪/২০২৪খ্রি.ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়। এজাহার সূত্রে হত্যাকন্ডের ঘটনায় জড়িত থাকা মোঃ সাত্তার আলী সাদ্দাম(১৯), পিতা-মোঃ শহিদুল্লাহ এবং . মোঃ আবু সাঈদ(২০), পিতা-মোঃ আঃ বারেক ,সাং- চর বালিয়া, থানা- সরিষাবাড়ী, জেলা -জামালপুর দ্বয়কে গ্রেফতার করা করিয়া হত্যাকান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ০৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। হত্যান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতারের অভিযান ও মামলাটি তদন্ত অব্যাহত আছে।

 

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments