বাড়িসিলেট বিভাগসিলেট জেলাবিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ৩পদে মনোনয়ন জমা করলেন ২২জন।

বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ৩পদে মনোনয়ন জমা করলেন ২২জন।

সহিদুর রহমান, বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি।

আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের ভোট । বৃহস্পতিবার বিকাল ৪টায় অনলাইনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে।

এবার বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯জন প্রার্থী। তারা হচ্ছেন- আব্দুল বারী, জহির উদ্দিন, জাকির হোসেন সুমন, দেওয়ান মাক্সুদুল ইসলাম আউয়াল, আতাউর রহমান খান, আবুল কাশেম পল্লব, জামাল হোসেন, জাকির হোসেন ও গৌছ উদ্দিন। চেয়ারম্যান পদপ্রার্থীরা মনোনয়ন জমাদান শেষে জয়ের ব্যাপারে আশাবাদী

এবার চেয়ারম্যান পদের সমান সংখ্যক প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। এ পদে প্রতিদ্বন্দিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন- আফজাল হোসেন, আব্দুল আলিম, সায়দুল ইসলাম, আশরাফুল ইসলাম রুনু, খালেদুর রহমান, সুহেল আহমদ রাশেদ, জামাল উদ্দিন, জসিম উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন খান

বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হচ্ছেন- জেসমিন নাহার, হাসিনা আক্তার, রোমানা আফরোজ ও জাহানারা বেগম

মনোনয়নপত্র বাছাই হবে ৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১২ মে। প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ হবে ১৩ মে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments