মোঃ জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি।
১৬ মে ২০২৪ ইং,ডিবি পুলিশ যশোরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে উক্ত তারিখ রাত ২২.২৫ ঘটিকার সময়, যশোর জেলার কোতয়ালী থানা এলাকার, পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডের শংকরপুর গ্রামস্থ আফরিন ফিলিং ষ্টেশনের সামনে,
চাঁচড়া টু যশোর বাস টার্মিনাল গামী পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ ইকবাল হোসেন(২২), পিতা-মোঃ সাইফুল ইসলাম, মাতা-মোছাঃ স্বপ্না খাতুন, সাং-কাগজপুকুর (কলোনীপাড়া), থানা-বেনাপোল পোর্ট্, জেলা-যশোর কে, ৬০ বোতল ফেন্সিডিল এবং ০১ টি প্রাইভেটকার সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য অনুমান=৬,৮০,০০০/- টাকা।
এ সংক্রান্ত এসআই(নিঃ) বিপ্লব সরকার বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন।