খন্দকার শহীদুল ইসলাম,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় ষ্টীলবডি নৌকা মালিক সমিতি গঠনের লক্ষে সাচনাবাজার ইউনিয়নের দূর্লভপুর বাজারে সমিতির কার্যালয়ে জনাব এডভোকেট নাসিরুল হক আফিন্দির সভাপতিত্বে আল-আমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন হাজী সাজুল মিয়া,হাজী নজরুল ইসলাম,আলী আমজাদ,দেলোয়ার হোসেন,লিমন মিয়া, আনোয়ার হোসেন, নুর মোহাম্মদ, নুর হোসেন,নবী হোসেন,এডভোকেট নাসিরুল হক আফিন্দি প্রমুখ।
সকলের প্রানবন্ত আলোচনায় নৌকা চলাচলের বিভিন্ন সমস্যা নিয়ে উন্মুক্ত কথা হয়। বক্তব্য রাখেন মো: নবী হোসেন, তিনি বলেন আমরা নৌকা মালিক যারা আছি আমাদের নোকার সকল সুকানিদের খৃুজ খবর নেয়া আমাদের দায়িত্ব,প্রায় সময় সুকানিরা নির্যাতনের শিকার হয় নদীতে যারা চাঁদা আদায় করে তাদের ব্যাপারে আমাদের খুজ খবর রাখা দরকার, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে সকল কিছু মোকাবেলা করতে পারবো।এর পর উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়, জনাব এডভোকেট নাসিরুল হক আফিন্দীকে সভাপতি ফুলমিয়াকে সিনিয়র সহ-সভাপতি এডভোকেট
রোকন মিয়াকে সাধারণ সম্পাদক মো: নবী হোসেনকে সহ-সাধারণ সম্পাদক ফারুক মিয়া কে ক্যাশিয়ার ও দেলুয়ার হোসেনকে সহ ক্যাশিয়ার এবং আল আমিন কে সাংগঠনিক সম্পাদক করে,ষ্টীলবডি নৌ-মালিক সমিতির কমিটি গঠন করা হয়।