
সাজেদুল ইসলাম রাসেল বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি থানায় ঋণের চাপে পড়ে গলায় ফাঁস দিয়ে পরিনা বেগম (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
নিহত পরিনা বেগম আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি গ্রামের বাসিন্দা ফরিদ শেখের স্ত্রী।
শনিবার দুপুরে তার নিজ গ্রামের বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরিনা বেগমের ভাগ্নী আশা বানু জানান, তার খালা পরিনা বেগম ও খালু ফরিদ শেখ তাদের এক সন্তান নিয়ে নিমাইদীঘিতে বসবাস করতেন। আমার খালু ফরিদ শেখ পেশায় একজন রিকশাচালক ছিলেন। এবং খুব কষ্টে তাদের জীবন যাপন করতেন। তারা দেনাগ্রস্ত ছিলেন, যা নিয়ে প্রায়ই দুশ্চিন্তা করতেন। এ নিয়ে মাঝেমধ্যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হত। হতাশার কারণে, গত শনিবার রাতে সবার অজান্তে বাসায় কেউ না থাকায় পরিনা বেগম নিজ ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরের দিন সকালে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে,।