বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাতিতাসে সাবেক দুই এমপি ও দুই উপজেলা চেয়ারম্যানসহ ১৪২ জনের বিরুদ্ধে মামলা...

তিতাসে সাবেক দুই এমপি ও দুই উপজেলা চেয়ারম্যানসহ ১৪২ জনের বিরুদ্ধে মামলা ।

সঞ্জয়  চন্দ্র দাস, তিতাস (কুমিল্লা) নিজস্ব প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাসে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো.আবদুস সবুর ও জাতীয় পাটির সাবেক সংসদ সদস্য আমির হোসেন ভুইঁয়াসহ ১৪২ জনের নামে ও ১৫০-২০০ জনকে অজ্ঞতা রেখে তিতাস থানায় মামলা করা হয়েছে।গত বৃহস্পতিবার রাতে কড়িকান্দি গ্রামের আ. রহিমের ছেলে মো. জামির হোসেন বাদী হয়ে তিতাস থানায় এ মামলা দায়ের করেন। মামলার অভিযোগে জানা যায়, গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তারা মিছিল নিয়ে ঢাকা-হোমনা সড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর নিকট গেলে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো.আবদুস সবুর ও জাতীয় পাটির সাবেক সংসদ সদস্য আমির হোসেন ভুইঁয়া নির্দেশে কয়েক শত লোক দেশীয় অস্ত্র, লোহার পাইপ নিয়ে তাদের মিছিলে হামলা করে।এতে বাদীসহ কয়েকজন আহত হয়। সে সুস্থ্য হয়ে৷ গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ মামলাটি থানায় দায়ের করেন।মামলার অন্যতম আসামিরা হলেন,কুমিল্লা ১ (দাউদকান্দি-তিতাস) আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার আ. সবুর, জাতীয় পার্টির মনোনীত সাবেক এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহা সচিব মো. আমির হোসেন ভূঁইয়াসহ ১৪২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।মামলার অন্যান্য আসামিরা হলেন,দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমণ, তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, তিতাস উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. মহসিন ভূঁইয়া,সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান,তিতাস  উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদার, সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ আহাম্মেদ ফকির, কুমিল্লা উত্তর জেলা যুব লীগের সাবেক যুগ্ন- আহবায়ক সারোয়ার হোসেন বাবু, মো. নূর নবী চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম সরকার চেয়ারম্যান,আরিফুজ্জামান খোকা চেয়ারম্যান, নাজমুল হাসান কিরণ, শের-এ-আলম, লিয়াকত আলী, দেলোয়ার হোসেন পলাশ, সাইদুর রহমান ভূঁইয়া, ইব্রাহীম চেয়ারম্যান, মজিবুর রহমান চেয়ারম্যান,আলী আশরাফ চেয়ারম্যান,বাবুল আহম্মেদ চেয়ারম্যানসহ মামলায় জেলা পরিষদ সদস্য ,ইউপি সদস্যসহ বিভিন্ন আ.লীগ নেতৃবৃন্দ রয়েছেন । এ ব্যাপারে জাতীয় পার্টির সাবেক এমপি আমীর হোসেন ভূইয়াকে ফোন দিলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি। তিতাস থানা ভারপ্রাপ্ত( ওসি) কাজী নাজমুল হক এর সাথে আলাপকালে তিনি বলেন,উপজেলার কড়িকান্দি গ্রামের জামির হোসেন বাদী হয়ে ১৪২জনের নামে এবং অজ্ঞাত ১৫০-২০০জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments