
ধামরাই,শিক্ষানবিশ প্রতিনিধি(ঢাকা) :
দেশের আনাচে-কানাচে আছে পল্লী চিকিৎসকগণ। তারা দেশের দুস্থ অসহায় মানুষকে কাছ থেকে সেবা দিয়ে যাচ্ছেন। ২০১৯-২০২০সালে করোনা কালীন সময়ে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তারা কাছ থেকে সেবা দিয়েছেন।
সামাজিক দূরত্ব বজায় রাখতে গেলে গ্রামের সিংহভাগ মানুষ ভীত হয়ে মারা যেতে পারত।তারা অত্যন্ত কাছ থেকে ঠান্ডা কাশি ও জ্বরের চিকিৎসা করেছেন। বিভিন্ন হাসপাতলে ডাক্তার না থাকলেও তাদের ডাকলেই পাওয়া গেছে। প্রয়োজনে বিনা ফিতে বাড়িতে গিয়েও এরা চিকিৎসা করেন। গ্রামবাংলায় এরকম হাজার হাজার করোনা যোদ্ধা ছিল। অনেকেই এই সময় মানব সেবায় কাজ করেছে।আমি কয়েকজনের নাম ও ছবি প্রকাশ করার চেষ্টা করেছি দৈনিক প্রথম বাংলা পত্রিকার মাধ্যমে।
মো: হাবিবুর রহমান, মাহফুজুর রহমান খান,শ্রী উজ্জ্বল সরকার। আজ করোনা ভাইরাস নেই, তারপরও তাদের সেবা চলছে।গ্রাম থেকে গ্রাম খেটে খাওয়া মানুষজনের অসহায় মুহূর্তে যেন সাহায্যের আলোকবর্তিকা নিয়ে দাঁড়িয়ে থাকে এই পল্লী চিকিৎসকগণ। এদের সাথে কথা বলে জানা গেছে তারা শুধু ঔষুধের দাম নিয়ে থাকেন আর বাকি সব সেবা ফ্রি দিয়ে থাকেন। তারা মানুষের দোয়া নেয়ার জন্যই মূলত এই মানবধর্মী সেবায় আত্মনিয়োগ করেছেন।