বাড়িবরিশাল বিভাগপিরোজপুর জেলা।ইন্দুরকানী উপজেলা বিএনপি র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল লতিফ হাওলাদার...

ইন্দুরকানী উপজেলা বিএনপি র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল লতিফ হাওলাদার এর মৃত্যু

মো:আব্দুল কুদ্দুস, ইন্দুরকানী (পিরোজপুর) শিক্ষানবিশ প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার   সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা  জনাব আব্দুল লতিফ হাওলাদার। গতকাল  ২৩ নভেম্বর রাতে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায়  মারা যান-ইন্না লিল্লাহি  ওয়া ইন্না ইলাহি রাজেউন।এ সময়  তার বয়স ছিলো ৭০ বছর।  তিনি তার স্ত্রী , তিন ছেলে ও এক মেয়ে সহ  আত্মীয় স্বজন  রেখে যান। দল মত নির্বিশেষে  ইন্দুকানীতে শোকের  ছায়া নেমে আসে। ২৪ নভেম্বর জহোর নামাজ বাদ বিকাল ২টায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলার বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।শুধু  তাই নয় সাধারন  হাজার হাজার
মানুষের ঢল দেখা যায়। তার বড় ছেলে তার বাবার রুহের মাগফেরাত কামনা করেন ও সকলের কাছে দোয়া চান। এসময় বিশেষ করে উপজেলার সাবেক চেয়ারম্যান  জনাব মাসুদ সাঈদী উপস্থিত  ছিলেন এবং উপস্থিত  বক্তব্য রাখেন।।  
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments