প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৩:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ৬:০০ পি.এম
জুলাই-আগস্ট গণঅভ্যুথানে আহত ও শহীদদের স্মরণে বাউফলে স্মরণ সভা অনুষ্ঠিত

মাসুম বিল্লাহ ।। বাউফল নিজস্ব প্রতিনিধি :
চলতি বছরে জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুথানে আহত ও শহীদদের স্মরণে পটুয়াখালীর বাউফলে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল সারে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তন কক্ষে স্মরণসভায় রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার কুন্ডু'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শাহাদাতবরনকারী সাংবাদিক মেহেদি হাসান এর বাবা মো: মোশাররফ হোসেন , ও শহিদ মো: নবীন তালুকদার এর স্ত্রী রুমা আক্তার,এছাড়া শহিদ আক্তারুজ্জামান নাঈম,শহিদ আমিনুল ইসলাম, ও শহিদ সাইদুর রহমান ইমরান এর পরিবারবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন,
বাউফল সেনাবাহিনী ক্যম্পের ক্যপ্টেন খন্দকার মোঃ নাজমুস সাকিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রশান্ত কুমার শাহা সহ, উপজেলা বিএনপি, জামায়াত ইসলামি আন্দোলন ও হেফাজতের নেতারা এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন । গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, শহিদ ও আহতদের আত্মত্যাগ এবং তাদের পরিবারের কষ্টের কথা তুলে ধরেন। তারা বলেন আসলে ‘ছাত্র-জনতার এই আত্মত্যাগ জাতির জন্য হলো একটি অনুপ্রেরণা। তাদের স্মরণে আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতীর কল্যাণে সমাজের জন্য কাজ করতে হবে।
শহীদদের স্মরণ করতে হবে। তাদেরই যথাযথ মূল্যায়ন করতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।
পরে জুলাই আগস্টের গণঅভ্যুথানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত