প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৮:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ৪:৫৫ পি.এম
বদরগঞ্জে কৃষি জমির মাটি ইটভাটায় বিক্রি, উপজেলার খাদ্য উৎপাদন হুমকির মুখে।

মোঃইনামুল হক, বদরগঞ্জ (রংপুর)শিক্ষানবিশ প্রতিনিধি।
রংপুরের বদরগঞ্জে কৃষি জমির মাটি ইটভাটায় বিক্রির ফলে ফসলি জমি ও সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ উঠেছে। আজ (৫ ডিসেম্বর) দুপুরে কৃষি জমির মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রির অভিযোগে স্থানীয় গ্রামবাসী তিনটি ট্রাক্টর আটক করে ছেড়ে দিয়েছেন।
এলাকাবাসী জানায়, রাধানগর ইউনিয়নের গোপাল চন্দ্র রায় ও আইয়ুব আলীর নেতৃত্বে একটি সিন্ডিকেট গত কয়েক দিন ধরে রাধানগর ইউনিয়নের দিলালপুর ডারার পার থেকে ৩৩ শতাংশ খাস জমি ও ৩ ফসলি জমির মাটি উত্তোলন করে ইটভাটায় বিক্রি করে আসছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, কত ছয় মাস আগে নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে। মাটি ভর্তি ট্রাক্টর আসা যাওয়ার কারণে সড়কের দুই পাশ দেবে গেছে। কিছু কিছু জায়গায় ভেঙ্গে পড়েছে। এতে বিক্ষব্ধ এলাকাবাসী।
রাধানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষি জমি থেকে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও একাধিক সিন্ডিকেট ফসলি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছে। এত যেমন খাদ্য উৎপাদন হুমকির মুখে অন্য দিকে রাস্তা গুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
ডারারপাড় গ্রামের কৃষক আফসার আলী জানান, ফসলি জমির মাটি ক্রয় করে মাটি দস্যু চক্রটি বেশ কয়েকজন কৃষকের ফসলি জমির ওপর দিয়ে মাটি বহন করে নিয়ে যাচ্ছে। ফলে নিরীহ কৃষকদের ফসলি জমির চরম ক্ষতি সাধন করে যাচ্ছে তারা। মাটি দস্যুরা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছেন না।
স্থানীয় বাসিন্দা মো. লাভলু ইসলাম বলেন, আমরা এলাকাবাসী বেশ কয়েকবার বাধা দিয়েছি। কিন্তু তারা মানছেন না জোরপূর্বক জমি থেকে মাটি দিচ্ছে ইট ভাটায়। বিষয়টি ইউএনও মহোদয়কে জানানো হয়েছে। এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেই নি। নতুন রাস্তাটির দুই পাশ দেবে এবং ভেঙে যাচ্ছে। এ রাস্তাটার জন্য অনেক কষ্ট করেছি তা এখন নষ্ট করছে ইটভাটার ট্রাক্টরগুলো। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন দ্রুত ব্যবস্থা নেন।
ভ্যানচালক জয়নাল আবেদীন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে ব্যাটারি চালিত ধ্যান নিয়ে ভাড়ায় যাতায়াত করি। মাটি সহ গাড়িগুলো সব সময় যাতায়াত করায় আমাদেরকে সাইট দিতে হয়। এতে করে রাস্তা থেকে গাড়ি উল্টে জমিতে পড়ে যায় তখন তারা হাসে। রাস্তার দু'পাশ ফেটে ফেটে গিয়েছে। ছয় মাস আগে রাস্তা দিয়ে হয়েছে দেখেন রাস্তার কি অবস্থা।
দিলালপুর মাদ্রাসাএক শিক্ষার্থী বলেন,আমদের এই সড়ক দিয়ে মাদ্রাসায় ঝুঁকি নিয়ে যাওয়া আসা করতে হয়।এর একটাই কারন ট্রাক্টর বেপরোয়া গতিতে চলা।এরা পাশের কৃষি জমি থেকে মাটি নিয়ে এই সড়ক দিয়ে ইটভাটায় যায়।
এ ব্যাপারে মাটি বিক্রিয়ক আইয়ুব আলী বলেন, আমার জমিতে পানি আটকে থাকে না। ভালো ফসল হচ্ছে না তাই আমি ইটভাটায় মাটি বিক্রি করে দিয়েছি।
বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, ফসলি জমির মাটি বিক্রির ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত