
নিজস্ব প্রতিবেদক ধামরাই (ঢাকা) :
ধামরাইয়ের ফেলিয়া ব্রিজে সকাল ৬ টার সময় সেলফি পরিবহন ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আমিনুর রহমান (৩২) নিহত হয়। গাড়িতে থাকা আরো সাত জন যাত্রী আহত হন। নিহত আমিনুর রহমানের বাড়ি সোমভাগ ইউনিয়নের বানেশ্বর গ্রামে। তার পিতার নাম পলান মিয়া। সিএনজিটি জয়পুরা থেকে নবীনগর যাচ্ছিল বিপরীত দিক থেকে মানিকগঞ্জ মুখী সেলফি পরিবহন ধাক্কা দিলে বিরাট সংঘর্ষ হয় আমিনুল রহমান কে সাভার এনাম মেডিকেল কলেজে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা আমার তাকে মৃত ঘোষণা করে। প্রত্যক্ষদর্শী জনগণ জানান ঢাকা আরিচা মহাসড়কে কেনিয়া ব্রিজে সবচেয়ে বেশি দুর্ঘটনা , আর পরিবহনের মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটায় সেলফি পরিবহন। সাভার থানা হাইওয়ে পুলিশ লাশটিকে পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছেন। দুর্ঘটনার সাথে সাথেই ধামরাই ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন। আরো উল্লেখ থাকে যে এই দুর্ঘটনার কারণ হিসাবে সবাই মনে করছেন যে সিএনজি ডাইরেক্ট লেনে চলাচল করা। সেলফি পরিবহনকে জব্দ করার চেষ্টা চালাচ্ছেন সাভার থানা হাইওয়ে পুলিশ।