
সঞ্জয় চন্দ্র দাস তিতা(কুমিল্লা)নিজস্ব প্রতিনিধি
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ছাত্র দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিতাস উপজেলা ছাত্র দলের আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওসমান গনি ভূইয়া,সদস্য সচিব মো.মেহেদী হাসান সেলিম ভূইয়া,যুগ্ম আহ্বায়ক হাজি আলী হোসেন মোল্লা,মাহবুব আলম সরকার, এমদাদ হোসেন আখন্দ, কাজী কবির হোসেন সেন্টু,আক্তার বেপারী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক হোসেন ভূইয়া প্রমূখ।
সভায় সভাপতিত্ব করেন তিতাস উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মো.ফাহিম সরকার, সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আলামিন হক বাবু।