
মোহাম্মদ জামশেদ আলম,সীতাকুণ্ড (চট্টগ্রাম) নিজস্ব প্রতিনিধি:
সকাল ৯.৩০মি: সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নে মিরেরহাট কমিউনিটি ক্লিনিকে দিনব্যাপী ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর শুভ সুচনা করা হয় এবং চলবে দুপুর ২.০ টা পর্যন্ত। এতে উপস্থিত ছিলেন জনাব জিয়াউল কাদের, সিতাকুণ্ড উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জনাব জামশেদুর রহমান, এফপিআই, সৈয়দপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, জনাব মোহাম্মদ জামশেদ আলম, সভাপতি, মিরেরহাট বাজার পরিচালা কমিটি ও সভাপতি, মিরেরহাট কমিউনিটি ক্লিনিক এবং ডা. শিমুল কর্মকার, সিএসিপি, মিরেরহাট কমিউনিটি ক্লিনিকসহ অন্যান্য ব্যক্তিবর্গ ।
ভিটামিন এ ক্যাম্পেইনে মানুষের উচ্ছসিত সাড়া পাওয়া গেছে, মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে কমিউনিটি ক্লিনিকসহ টিকা কেন্দুগুলিতে এসেছেন স্বতষ্ফুর্ত ভাবে। সুন্দর ব্যবস্থাপনা ও মানেুষের উপস্থিতি দেখে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জনাব জিয়াউল কাদের সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য যে, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বিদ্যমান প্রতিটি টিকা কেন্দ্রেও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।