বাড়িখুলনা বিভাগখুলনা জেলাসম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম, ফুলতলা উপজেলার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম, ফুলতলা উপজেলার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মো: নাসিরুল ইসলাম, ফুলতলা(খুলনা)বিশেষ প্রতিনিধ
২১ মার্চ ফুলতলা, খুলনা – ২০২৫: পবিত্র রমজান উপলক্ষে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম, ফুলতলা উপজেলার উদ্যোগে এক হৃদয়গ্রাহী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করেন।  
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি **শামসুল আলম খোকন**। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার আড়াইশো শয্যাবিশিষ্ট হাসপাতালের সাবেক পরিচালক **এটিএম মঞ্জুর মোর্শেদ**।  
### **বক্তব্যে রক্তদানের উপকারিতা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা**  
অনুষ্ঠানে বিশেষ অতিথি এটিএম মঞ্জুর মোর্শেদ রক্তদানের গুরুত্ব ও উপকারিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, **”নিয়মিত রক্তদান শুধু যে অন্যের জীবন বাঁচায় তা নয়, এটি দাতার শরীরের জন্যও অত্যন্ত উপকারী।”** তিনি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেন যে, রক্তদান শরীরের নতুন রক্তকণিকা উৎপাদনকে ত্বরান্বিত করে, হৃদরোগের ঝুঁকি কমায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।  
### **উপস্থিত স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ ও আলোচনা**  
উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারা স্বেচ্ছাসেবী কার্যক্রমের প্রসার ও সামাজিক উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।  
ইফতার মাহফিল শেষে সবার মাঝে ইফতার বিতরণ করা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এই আয়োজন উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও সম্প্রীতির বার্তা বহন করেছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments