বাড়িময়মনসিংহ বিভাগনেত্রকোণা জেলাদুর্গাপুরে শান্তিপুর্নভাবে এসএসসি পরীক্ষা শুরু

দুর্গাপুরে শান্তিপুর্নভাবে এসএসসি পরীক্ষা শুরু

আরিফুর রহমান পাপন ,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সারাদেশের ন্যায় দুর্গাপুর উপজেলায়ও বাংলা ১মপত্র পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। এতে ৪টি কেন্দ্রে বিভিন্ন মাধ্যমিক স্কুল, কারিগরি স্কুল ও মাদরাসা থেকে মোট ১ হাজার নয়শত আটানব্বই জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারি ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, এবার দুর্গাপুর উপজেলায় ১,৯৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪টি কেন্দ্র ও ৩টি ভ্যানুতে ১৮জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। শান্তিপুর্ন ভাবেই ১ম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পরীক্ষা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান বলেন, পরীক্ষা শুরুর পুর্বথেকেই দফায় দফায় কেন্দ্র সচিবদের নিয়ে সভা করে প্রায় প্রতিটি কেন্দ্রই পরিদর্শন করেছি। প্রথম দিনের পরীক্ষা শান্তিপুর্ন ভাবে সম্পন্ন হয়েছে। আশা করছি সকল পরীক্ষা গুলো এভাবেই সম্পন্ন করতে পারবো।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments