
মো:সিরাজুল ইসলাম পলাশ
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম বুড়িমারী ইউনিয়নে একটি পাথর বোঝাই ট্রাকসহ ভারতীয় শাড়ি আটক করেছে ৬১ বিজিবি। রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে ইউনিয়নের কলাবাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি ভারতীয় ট্রাকসহ কয়েক বস্তা পণ্য আটক করে বলে জানা যায়।
বুড়িমারী ৬১ বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাসেম জানান, ‘আটককৃত মোট ১২ বস্তার মধ্যে ভারতীয় শাড়ি, থ্রি পিছ ও অন্যান্য মালামাল থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। তবে বস্তাগুলো এখনো খুলিনি। তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি, ডালিয়া) এসে এগুলো নিয়ে গিয়ে প্রকাশ্যে খুলে দেখার পর বিস্তারিত মুল্যসহ জানা যাবে।’
এঘটনায় তিনি বুড়িমারীর সিএন্ডএফ ব্যবসায়ী সাজেদুর রহমান মানিক (৫০)’র সংশ্লিষ্টতা থাকতে পারে এমন তথ্য প্রাথমিকভাবে আসলেও তা যাচাই-বাছাই শেষে আইনি প্রক্রিয়ায় যাওয়া হবে বলে জানান তিনি। পরে মানিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কোনো সাড়া পাওয়া যায়নি।