বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাগলাচিপায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার শুভ উদ্বোধন।

গলাচিপায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার শুভ উদ্বোধন।

শিশির হাওলাদার,গলাচিপা (পটুয়াখালী)

ক্রীড়া-সংস্কৃতিতে দেশের সম্মান অর্জিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার, আগামী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে দেশব্যাপী শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ে অবদান রেখে চলছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী দেশের তৃণমুল থেকে প্রাথমিক স্কুলের ক্রীড়া ও সংস্কৃতিতে আগামী প্রজন্ম শিক্ষার্থীদের সুস্থ মানসিক বিকাশে ইউনিয়ন থেকে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ে অবদান রাখার লক্ষে গলাচিপা উপজেলা ভিত্তিক জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা/২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গতকাল গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ফুটবল খেলার মাঠে ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগের যুগ্ম সম্পাদক মুঃ শাহিন সাহ। সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাছিম রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুদ্দিন সানু ঢালী, প্রাথমিক উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সাট্রাক্টর মোঃ মাহবুব আলম শিকদার, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, সহকারী শিক্ষা অফিসার যথাক্রমে, মোঃ মিজানুর রহমান, দীপশিখা জয়ন্তী, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ কামাল হোসেন। সঞ্চালনায় ছিলেন নূসরাত জাহান আনা। ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠানে ২০টি ক্রীড়া ও ৩৪টি সংস্কৃতি বিষয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে বলে কর্তৃপক্ষ জানায়। ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকা দায়িত্ব পালন করে এবং উৎসুখ সুধী শিক্ষার্থীরা ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments