বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাকক্সবাজারে র‍্যাবের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২ পলাতক আসামী আটক

কক্সবাজারে র‍্যাবের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২ পলাতক আসামী আটক

শামসুল আলম শারেক,টেকনাফ( কক্সবাজার) প্রতিনিধি।

চকরিয়া থানাধীন মধ্যম মেধাকচ্ছপিয়া মুসলিম বাজার এবং কক্সবাজার সদর থানাধীন হামজার ডেইল এলাকায় র‍্যাব-১৫ এর চৌকস আভিযানিক দলপৃথক অভিযান চালিয়ে  বিভিন্ন  মামলার ওয়ারেন্ট ভুক্ত ২ জন পলাতক আসামী কে আটক  করেছে র‍্যাব।

র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাতি, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে এ সকল অপরাধে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় জিআর-১১৮/১৪, প্রসেস নং-২৫৭/২২, ধারা-৩৫৩ পেনাল কোড ১৮৬০ মোতাবেক গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত আসামী আব্বাস’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ১৯/০২/২০২৪ তারিখ অনুমান ০০.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের চকরিয়া থানাধীন খুটাখালী মধ্যম মেধা কচ্চপিয়া মুসলিম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি কাজে বাধা ও সরকারি কর্মচারীদের উপর আক্রমণ সংক্রান্তে দায়েরকৃত মামলায় এক বছরের সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আব্বাস (৪০), পিতা-শহর মুল্লুক, সাং-মধ্যম মেধা কচ্চপিয়া, খুটাখালী, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করা হয়। এছাড়া র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদর কর্তৃক কক্সবাজার সদর থানার মামলা নং-৫৬, তারিখ-২৪/০৫/২২, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ২০০০(সং-০৩) এর ৭/৯(খ) মোতাবেক শিশু অপহরণ ও ধর্ষণের চেষ্টা সংক্রান্তে দায়েরকৃত মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ মান্না (২২), পিতা-ইউসুফ, সাং-হামজার ডেইল, খুরুশকুল, ০৬নং ওয়ার্ড, থানা-সদর, জেলা-কক্সবাজার’কে গত রাত অনুমান ০১.৪৫ ঘটিকার সময় কক্সবাজার সদরের হামজার ডেইল এলাকা থেকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামীদ্বয় নিজেদেরকে সংশ্লিষ্ট মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বলে স্বীকার করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল বলে জানায়।

গ্রেফতারকৃত আসামীদ্বয় সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments