
শফিকুল ইসলাম শফিক,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় লায়ন্স ক্লাব অফ রায়পুরা
২০১৮ সাল থেকে প্রতিবছরের ন্যায় এ বছরেও মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বিশ্বের প্রায় সব দেশে দিবসটি উদ্যাপন করা হয়।
বুধবার উপজেলার পৌর এলাকার শ্রীরামপুর সূর্যি ডেন্টাল কেয়ারে সকাল ১০ টা থেকে শুরু করে একটানা বেলা ৪ ঘটিকা পর্যন্ত চলে ফ্রি ডেন্টাল সেবা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা লায়ন্স ক্লাবের সভাপতি আল আমিন ভূইয়া, সহ সভাপতি ডেন্টিস্ট রকিবুল আলম রুবেল, সাধারণ সম্পাদক মো ফিরুজ মিয়া প্রমূখ।
ডেন্টিস্ট রকিবুল আলম (রুবেল) বলেন, ‘উদ্দেশ্য একটাই ওরাল কেয়ার ও দাঁতের যত্নে গুরুত্ব দেওয়ার পাশাপাশি রোগ নির্ণয় প্রতিরোধে সবাইকে সচেতন করা হয়। পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। ৫ বছর যাবত এই দিবসে এই ডেন্টাল ক্যাম্পটির মাধ্যমে মানুষের সেবা করে আসছি। সংগঠনের পক্ষ থেকে গরীব আসহায় মানুষকে চারা গাছ, সেলাই মেশিন, কম্বলসহ নানাবিধ সহযোগিতা সেবা করে আসছে। সংগঠনের গতিশীলতা সার্বিক পরামর্শ সহযোগিতা করে আসছেন সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির সহধর্মিণী লায়ন্স মিসেস কল্পনা রাজিউদ্দিন। সামনে আরও ভালো কিছু করার চেষ্টা থাকবে।’
সভাপতি আল আমিন ভূইয়া বলেন, ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত পাঁচ বছর যাবত লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ফ্রী ডেন্টাল ক্যাম্প করে আসছি। সেবার পাশাপাশি পরামর্শ ফ্রী ঔষধ বিতরণ করা হয়। দুই শতাধিক গরীব আসহায় মানুষকে সেবা দিতে পেরে খুবই আনন্দিত। সামনে আরও ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে। তার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা চাই।’
প্রধান অতিথি লায়লা কানিজ লাকি বলেন, ‘শহীদ দিবস উপলক্ষে এমন সুন্দর উদ্যোগকে স্বাগত ধন্যবাদ জানাই। আশাকরি আগামীতেও তাদের এমন কার্যক্রম গুলো অব্যাহত থাকবে।’