বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে কোকতারা আদর্শ উচ্চ বিদ্যালয়ে জানালার গ্রিল ভেঙ্গে দুধর্ষ চুরি

পাঁচবিবিতে কোকতারা আদর্শ উচ্চ বিদ্যালয়ে জানালার গ্রিল ভেঙ্গে দুধর্ষ চুরি

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি কোকতারা আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি হয়েছে।আজ বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কোকতারা আদর্শ  উচ্চ বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।

কোকতারা আদর্শ  উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক নাজমুল হোসেন  বলেন, ‘বুধবার বিদ্যালয় বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের  পিয়ন এসে দেখে জানালার গ্রিল ভাঙা। আমরা শিক্ষকরা বিদ্যালয়ে  এসে দেখি চোরেরা বিদ্যালয়ের  পিছনের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে অফিস রুম ভেঙে ল্যাপটপ, সেলিং ফ্যানসহ  নগদ টাকা ও স্কুলের গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে।

পাঁচবিবি  থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান  জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments