
মাননীয় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম মহোদয়ের দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় । সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম শাহীন , ও যুগ্ন আহ্বায়ক নাদিম হোসেন। উক্ত সভায় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুল্লাহ লিটন, নান্দাইল উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক শফিউল আলম রাসেল বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার আহ্বান করেন। পরে যুগ্ন আহ্বায়ক সানাউল্লাহ রিপন সম্মেলন সফল ও সার্থক করার জন্য সর্বস্তরের শ্রমিককে যথাযথভাবে দায়িত্ব পালন করার জন্য আহ্বান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।