
মোসা: মারিয়া ইসলাম, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।ঃ
মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন ঘোষণাকে বাস্তবায়ন করতে নারায়নগঞ্জ জেলা কৃষকলীগের নির্দেশে
২৭ শে ফেব্রয়ারী মঙ্গলবার বিকালে সোনারগাঁও উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে সোনারগাঁও উপজেলা কৃষক লীগের আহবায়ক শেখ মোহাম্মদ আলমগীর ও সদস্য সচিব নাজমুল হাসানের নেতৃত্বে নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের পিয়ারনগর এলাকায় ফলজ ও বনজ গাজের চারা রোপন ও কৃষকদের মাঝে বিতরন বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।
এভাবে বিভিন্ন মসজিদ, মন্দির, রাস্তা-ঘাট, ময়দান, স্কুল কলেজে বৃক্ষরোপন কর্মসূচী পালন অব্যাহত রাখার কথা জানান সোনারগাঁও উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দরা।
এসময় ১টি করে ফলজ, বনজ, ঔষধী গাছের চারা রোপন করা হয় ও উপস্থিত কৃষকদের মাঝে ১০০ টি চারা বিতরণ করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সোনারগাঁও উপজেলা কৃষক লীগের সদস্য সচিব নাজমুল হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা কৃষক লীগের আহবায়ক শেখ মোহাম্মদ আলমগীর।
সোনারগাঁও উপজেলা কৃষক লীগের আহবায়ক শেখ মোহাম্মদ আলমগীর বলেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাতের নেতৃত্বে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মো : সোহাগ রনির অনুপ্রেরনায় আমরা প্রান্তিক কৃষকদের জন্য কাজ করে চলেছি আমরা সোনারগাঁও উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে বিগত দিনে বীজ, সার সহ বিভিন্ন সময় নিজস্ব অর্থায়নে কৃষকদের অনুদান প্রদান করেছি ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক কাজী বাবুল,উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক তাজউদ্দীন আহমদ সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল হোসাইন নাঈম, মোজাফফর হোসেন, লিটন প্রধানসহ স্হানীয় নেতৃবৃন্দ। উপস্থিত কৃষকগণ গাছের ছাড়া পেয়ে খুব খুশী হয়েছেন। তারা আগামীতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত রাখার দাবী জানান।