বাড়িবাংলাদেশেকৃষকলীগ নেতার যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে অবিভাবক সভা দোয়া মাহফিল ও সংবর্ধনা প্রদান

কৃষকলীগ নেতার যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে অবিভাবক সভা দোয়া মাহফিল ও সংবর্ধনা প্রদান

সহিদুর রহমান বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

বিয়ানীবাজারের চারখাই ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক,বঙ্গবন্ধু ফাউন্ডেশন বিয়ানীবাজার উপজেলা শাখার সহ-সভাপতি সাইদুল আলমের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে আদিনাবাদ আতহারুল উলুম মাদ্রাসায় এক দোয়া মাহফিল এবং মাদ্রাসা অভিভাবক সদস্যদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা হলরুমে আয়োজিত মঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমদ আলী এবং সংবর্ধিত অতিথি ছিলেন কৃষকলীগ নেতা সাইদুল আলম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা বেলায়েত হোসেন চৌধুরী, মাদ্রাসার মুহতামিম মাওলানা রুহুল আমিন সাইমুম সাদি, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহিম, আকিমুন নেছা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা হাজী মুদরিছ আলী, যুক্তরাষ্ট্র প্রবাসী রাব্বি আহমদ,শ্রমিক নেতা জালাল উদ্দিন, মাদ্রাসার অভিভাবক সদস্য জাহেদ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও সুধিজনসহ মাদ্রাসা শিক্ষক ও অভিভাবক সদস্যবৃন্দ কৃষক লীগ নেতা সাইদুল আলমের সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং প্রবাসযাত্রা নিরাপদ ও প্রবাস জীবনের সফলতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থণা করেন।

সভায় সাঈদুল আলমের মাতা-পিতার নামানুসারে পরিচালিত আনোয়ারা বেগম ও শমজিদ আলী কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে মাদ্রাসায় নির্মার্ণাধীন একটি কক্ষের জন্য ১লক্ষ টাকার সহায়তা প্রদান করেন। এসময় সাইদুল আলম ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাদ্রাসা কর্তৃপক্ষ সাঈদুল আলমকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্টান শেষে যোহরের নামাযের পর মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সদস্য ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে সাঈদুল আলমের পক্ষ থেকে মধ্যাহ্নভোজন সম্পন্ন হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments