
নাসির উদ্দিন মাদারীপুর সদর উপজেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে স্বামী বাড়ি থেকে নাছিমা আক্তার (৩২) নামে এক গৃহবধুর লাশ গলায় ওড়না পেচানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধু নাছিমা বেগম উপজেলার এনায়েতনগর এলাকার ইছাগুড়া গ্রামের ইউসুফ সরদারের স্ত্রী। আজ বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই গৃহবধূর সংসারে দুই সন্তান রয়েছে। তবে নিহতের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী গা ঢাকা দিয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, জেলা ঝাউদি সদরের মাদ্রা গ্রামের কাদের বয়াতির মেয়ে নাছিমার সঙ্গে উপজেলার এনায়েতনগর এলাকার ইছাগুড়া গ্রামের মুজাম্মেল সরদারের ছেলে ইউসুফ সরদারের প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে নাছিমার সঙ্গে ইউসুফ সরদারের ঝগড়া বিবাদ হয়। এ নিয়ে নিয়ে এলাকায় স্থানীয়ভাবে শালিস বৈঠক করা হয়েছিল। বৃহস্পতিবার ভোরে ঘরের মধ্যে খাটের উপর গলায় উড়না পেচানো অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে কালকিনি থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন। দুপুরে ময়না তদন্তের জন্য নাছিমার লাশ মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়।
নিহত নাছিমার চাচাতো ভাই আনোয়ার বয়াতী অভিযোগ করে বলেন, ইউসুফসহ পরিবারের লোকজন মিলে নাছিমাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ঘরের মধ্যে ফেলে রেখেছে। নাছিমা হত্যার ঘটনাকে এখন আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এর সঠিক বিচার চাই।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত ইউসুফ সরদারকে এলাকায় পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন জানান, ময়না তদন্ত শেষে বলা যাবে নাছিমার কিভাবে মৃত্যু হয়েছে।