
মোহাম্মদ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি)।
দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ই মার্চ) সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন,দুর্যোগ ব্যবস্থাপনা লংগদু শাখার উদ্যোগে দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, লংগদু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সূর্য আলো চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীগণ ও নান শ্রেণি পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।