বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাগলাচিপায় মহিষের শিংয়ের আঘাতে কৃষকের মৃত্যু,পরিবারে শোকের মাতন।

গলাচিপায় মহিষের শিংয়ের আঘাতে কৃষকের মৃত্যু,পরিবারে শোকের মাতন।

শিশির হাওলাদার, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী ৮নম্বর ওয়ার্ডে মহিষের শিংয়ের আঘাতে মনির হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া পড়েছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে। মৃত মনির হোসেন গোলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নলুয়াবাগী গ্রামের স্কানদার চৌকিদারের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় পার্শ্ববতী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নমরহাট থেকে গত সোমবার মনির হোসেন ২ লাখ ৪৫ হাজার টাকায় একটি মহিষ ক্রয় করেন। মহিষটিকে মঙ্গলবার সকালে বাড়ির পাশের মাঠে ঘাস খাওয়াতে নিতে যান তিনি। কিছু বুঝে উঠতে না উঠতেই তখন মহিষটি শিং দিয়ে এলোপাতারি আঘাত করে তাকে।

তার ডাক চিৎকারে স্থানীয়রা তাৎক্ষনিক ভাবে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা গাজীপুর বন্দরে নিয়ে আসে। সেখান থেকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে শাখারিয়া নামক স্থানে তার মৃত্যু হয়।

এবিষয়ে গোলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: নাসির উদ্দিন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments