বাড়িবাংলাদেশেঢাকা বিভাগজবির ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে মিনহাজুল ও রিজভী

জবির ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে মিনহাজুল ও রিজভী

জবি প্রতিনিধি:

আগামী এক বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মোঃ মিনহাজুল ইসলাম কে সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী মোঃ রেজওয়ান কবির রিজভী কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির মডারেটর ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. দ্বীন ইসলাম স্বাক্ষরিত এক প্রেস রিলিজে উক্ত কমিটির অনুমোদন দেয়।

প্রেস রিলিজে বলা হয়, আগামী এক বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির কমিটি নিম্নরূপঃ সভাপতি : মোঃ মিনহাজুল ইসলাম

সাধারণ সম্পাদক : মোঃ রেজওয়ান কবির রিজভী।

ফটোগ্রাফি সোসাইটির নতুন সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম বলেন,”বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে জবি ফটোগ্রাফিক সোসাইটি আমার কাছে একটা আবেগের জায়গা। আর এখন যেহেতু দায়িত্ব পেয়েছি, সেহেতু সব সময় শতভাগ চেষ্টা করব সোসাইটির সকল সদস্যদের নিয়ে নতুন উদ্যমে কাজ করার। পাশাপাশি ভিসি ম্যাম ও আমাদের ফটোগ্রাফিক সোসাইটির মডারেটর স্যারের পরামর্শে JnUPS’র কাজে গতি আনতে যা যা করণীয় তার সব কিছুই করব”

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments