বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে পরকীয়া প্রেমিকের বাড়িতে প্রেমিকার আত্মহত্যা।

কালিয়াকৈরে পরকীয়া প্রেমিকের বাড়িতে প্রেমিকার আত্মহত্যা।

স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পরকীয়া প্রেমিকের বাড়িতে সালমা আক্তার নামে প্রেমিকার ফাঁসি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার রাখালিয়া চালা গ্রামের মোঃ তারা মিয়ার মেয়ে মোসা ঃ সালমা আক্তার (৪০)। সে দীর্ঘদিন যাবত একই গ্রামের সামসুল হক মিয়ার ছেলে আরিফ মিয়া (৪৫) এর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে । তারই ধারাবাহিকতায় সালমা আক্তার প্রেমিকের বাড়িতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামলা আক্তারের সাথে আরিফের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা উভয়ের বিবাহিত ও সন্তান ও সন্তানদির জনক। গত ৩০ জুন ২০২২ ইং নোটারী পাবলিক এর মাধ্যমে তিনশত টাকার স্ট্যাম্পে তারা বিবাহ করেন। ধর্মীয় শরিয়া মোতাবেক বিবাহ ও আরিফের ঘরে তুলে নেয়ার দাবি করে আসছিল। স্থানীয় ও গন্যমান্য ব্যক্তিদের নিকট সালমা আক্তার আরিফের বাড়িতে ঘর সংসার করার দাবি করেন। কিন্তু কোন সমাধান না হওয়ার রাগে দুঃখে আজ সকালে পরকীয়া প্রেমিক আরিফের তালাবদ্ধ টিনসেট বাসার একটি কক্ষের তালা ভেঙ্গে ঘরের সিলিং এর আড়ের সাথে গারমেন্স এর সুতার কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনায় প্রেমিক আরিফ পলাতক।

কালিয়াকৈর থানার (ওসি) তদন্ত সাব্বির রহমান জানান, পরকীয়ার জেরে সালমা আক্তার নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রেমিক পলাতক। আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments