বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাকক্সবাজারে র‍্যাবের পৃথক অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী,অপহরণকারী,ও ওয়ারেন্টভুক্ত ৩ আসামী গ্রেফতার

কক্সবাজারে র‍্যাবের পৃথক অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী,অপহরণকারী,ও ওয়ারেন্টভুক্ত ৩ আসামী গ্রেফতার

শামসুল আলম শারেক,টেকনাফ( কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজারে র‍্যাবের আভিযানিক দলের পৃথকপৃথক অভিযানে   উখিয়া কুতুপালং এলাকা থেকে একজন অস্ত্রধারী সন্ত্রাসী,পাতাবারি এলাকা থেকেএকজন শিশু অপহরণকারী, টেকনাফে হ্নীলা থেকে একজন  ওয়ারেন্টভুক্ত আসামী সহ ৩ জন কে আটক  করতে সক্ষম হয়েছে র‍্যাব-১৫।

গত ১৪ মার্চ  বৃহস্পতিবার দুপুর ০১.৪০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে  কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী জাহেদ হোসেনের ছেলে সোহেল রানা (২২), কে আটক  করতে সক্ষম হয়। এ সময় গ্রেফতারকৃত সোহেল এর তার ডান হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ০১টি দেশীয় তৈরি এলজি এবং ০১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মহেশখালী থেকে সংগ্রহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে থাকে এবং বিভিন্ন দুস্কৃতিকারীদের নিকট নিয়মিত অস্ত্র বিক্রয় করে আসছিল বলে জানায়।

এছাড়াও কক্সবাজারের ঈদগাঁও থানার মামলা নং ০৯/১৯ তারিখ-২৪/০২/২০২৪, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-০৩) এর ৭/৩০ মোতাবেক শিশু অপহরণ সংক্রান্তে দায়েরকৃত মামলার ভিকটিম উদ্ধারের লক্ষ্যে ১৫ মার্চ   রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরে  অপর একটি আভিযানিক দল পরিচালনা করে উখিয়া পাতাবারি এলাকার  শিশুঅপহরণকারী মামলার এজাহার নামীয় আলী হোসেনের ছেলে মোঃ এরফান(২২) কে আটকের পর তার হেফাজতে থাকা ভীকটিম কুলসুমা ১২ কে উদ্ধার  করতে সক্ষম হয়।

অপরদিকে টেকনাফ থানার মামলা নং ০২, তাং ০২/০১/২০২০, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (০১) এর ১০ (ক)/৩৮/৪১ মোতাবেক দায়েরকৃত মামলার গ্রেফতারী পরেয়ানাভুক্ত আসামী সাবেকুন নাহার (২৫), স্বামী-সৈয়দ নুর, সাং-পশ্চিম রঙ্গীখালি (গাজীপাড়া), টেকনাফ, কক্সবাজারকে গত ১৪/০৩/২০২৪ তারিখ অুনমান ১৭.০৫ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-১৫ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ থানাধীন হ্নীলা বাজার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments