বাড়িবাংলাদেশেগভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে অন্তত ১০ থেকে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান...

গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে অন্তত ১০ থেকে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান সহ দোকানপাট ।

মোঃ রাশেদ হাসান, নান্দাইল উপজেলা শিক্ষানবিস প্রতিনিধি

নান্দাইল ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ব্যবসা প্রতিষ্ঠান সহ অসংখ্য দোকানপাটের মালামাল পুড়ে গেছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের লিডার রেজাউল

করিম জানান রাত সোয়া ২টার দিকে পৌর বাজারের স্বর্ণপট্টিতে আগুন লাগে। আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। জানাগেছে

আগুনে বাজারের বীরেন্দ্র সাহার সিনজেনটা শোরুম, জুয়েলের ইলেকট্রনিক দোকান, তুহিনের ওষুধের দোকান, হেলাল উদ্দিনের গার্মেন্টেসের ব্যবসা প্রতিষ্ঠান, এমদাদুল কনফেকশনারি, সুমনের ফলের দোকান, আবদুল মতিন মীরের স্বর্ণ দোকান, মো. দবীরের স্বর্ণের দোকান, আ. মতিন হোমিওপ্যাথিক দোকান, রফিকের সার কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে।

এদিকে তাৎক্ষণিক খবর পেয়ে জাতীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল আব্দুস সালাম আরসিডিএস পিএসসি মহোদয়। ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা, সহমর্মিতা সহযোগীতার আশ্বাস প্রদান করেছেন

ক্ষতিগ্রস্থদের সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য তিনি দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments