বাড়িবাংলাদেশেঢাকা বিভাগমাদকের টাকার জন্য 'মা' কে খুন

মাদকের টাকার জন্য ‘মা’ কে খুন

মনোহরদী(নরসিংদী)নিজস্ব প্রতিনিধি:

অদ্য ১৬/০৩/২৪ ইং রোজ শনিবার বিকেল আনুমানিক ০৫:৩০ ঘটিকার সময় মাদকাসক্ত যুবক আরিফ মিয়া (৩০) পিতা নুরু (৫৪) মিয়া সাং – উত্তর আলগী থানা-  মনোহরদী,  জেলা – নরসিংদী  ভাত খেতে বসে খাবার নিয়ে তার মা হাসনে আরা বেগম (৫০) এর

সাথে মাদক দ্রব্য কেনার টাকা নিয়ে এবং আরিফ মিয়ার মাদক সেবন করা নিয়ে তর্ক বির্তকে লিপ্ত হয়ে ঘর থেকে একটি লোহার শাবল নিয়ে তার মায়ের মাথার পিছনে সজোরে দুইটি আঘাত করলে মা হাসনে আরা বেগম ঘটনাস্থলেই নিহত হন।

স্হানীয় রা সাথে সাথেই হত্যাকরী আরিফ কে আটক করে পুলিশের কাছে হস্তান্তর  করেছে। মাদকাসক্ত এবং হত্যাকরী আরিফ এর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধিন।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্থানীয় দের কাছ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘঠনা স্থলে পৌছাই এবং আসামি মোঃ আরিফ মিয়া কে আটক করি এবং তার মা হাসনে আরা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করি।প্রাথমিক জিজ্ঞাসা বাদে আরিফ মিয়া হত্যাকান্ডের বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments