
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনগুলো।রবিবার ( ১৭ মার্চ) সকালে উপজেলা সদরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অসীম কুমার পালের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম।
এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.জিতু মিয়া,সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আব্বাস টিপু,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুনজ্যোতি ভট্টাচার্য, উপজেলা যুবলীগের আহ্বায়ক রায়হান আলী ভূঁইয়া, যুগ্ন আহবায়ক ভানু চন্দ্র দেব,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চন্দ্র চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ এম শুভ সিদ্দিকী,সাধারণ সম্পাদক রাহুল রায় ও নাসিরনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান পুতুল রানী দাস প্রমুখ।
অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবারে (১৭মার্চ)সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এ দিবস উপলক্ষে আলোচনা সভা,কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি)মো.মোনাববর হোসেন,ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.সোহাগ রানা,
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়েজ চিশতী ও বীর মুক্তিযোদ্ধা কার্তিক দাস, আব্দুল বাকী প্রমুখ।
এদিকে রবিবার (১৭মার্চ)সকালে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে সরকারি-বেসরকারি কর্মকর্তা,আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য,রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক,বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলার ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,২৪টি মাধ্যমিক বিদ্যালয় ও উপজেলার ৪টি উচ্চ মাধ্যমিক কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা,দেয়ালিকা প্রকাশ, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।