বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাকক্সবাজারের টেকনাফে তুচ্ছ ঘটনায় সবজি বিক্রেতাকে মারধর,হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

কক্সবাজারের টেকনাফে তুচ্ছ ঘটনায় সবজি বিক্রেতাকে মারধর,হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

শামসুল আলম শারেক,টেকনাফ( কক্সবাজা) প্রতিনিধি।

কক্সবাজারের  সীমান্তউপজেলা টেকনাফের উনচিপ্রাংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোক্তার আহমদ (৫০) নামের এক সবজি বিক্রেতাকে মারধর করেছে বলে অভিযোগ ওঠেছে বাদশাহ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পরে আহত মোক্তার আহমদ কে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

অভিযুক্ত আজিজুর রহমান বাদশাহ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার মাওলানা আব্দুর রশিদ প্রকাশ মৌলভী রুস্তমের ছেলে।

রোববার (১৭মার্চ) ভোররাত ৩ টার দিকে উখিয়ার গয়ালমারা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন নিহতের পরিবার।

নিহত মোক্তার আহমদের পরিবার জানায়,অভিযুক্ত বাদশাহ নিহত মোক্তারের কাছে বাকিতে সবজি নিতে চাইলে মোক্তার অনিহা প্রকাশ করায় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বাদশাহ মোক্তারকে মারধর করে রাস্তায় ফেলে রাখে।

এদিকে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়,নিহত ব্যক্তি আগে থেকেই ব্রেইনে সমস্যা থাকায় তেমন সুস্থ মস্তিষ্কের ছিলেন না। ব্রেইনে সমস্যা থাকায় কিছু দুষ্ট প্রকৃতিক লোকজন তার সাথে প্রতিনিয়ত দুষ্টামি করতো এবং তিনিও লোকদের গালমন্দ করতেন। ঠিক একই কারণে বাদশাহ কে গালমন্দ করেছে নিহত মোক্তার। পরে উত্তেজিত হয়ে বাদশাহও তাকে মারধর করেছে বলে জানা গেছে।

নিহত মোক্তারের ছেলে মুহাম্মদ মোস্তফা বলেন, আমার বাবাকে ব্যাপক মারধর করেছে। মাইরের কারণে রক্ত বমি করেছে। এক পর্যায়ে মরে যাব মরে যাব বলে চিৎকার করে পানি চাইলেও আমার বাবাকে একটু পানি দেয়নি। আমি বাবা হত্যার বিচার চাই।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন,  পুলিশ  খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে তদন্ত সাপেক্ষে, আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments