
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদী প্রাইম ব্যাংক জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। সমাপনী খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সাটিরপাড়া কালিকুমার ইনস্টিটিউশন স্কুল দল। রানার্স আপ হয়েছে পলাশের গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়।
সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. বদিউল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ মোস্তফা মনোয়ার, প্রাইম ব্যাংক লিঃ এর এসএডিপি সাকিল আহমেদ খান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভূইয়া।
নরসিংদী জেলা স্কুল ক্রিকেট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আনিছুর রহমান ভূইয়ার সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক দেলোয়ার হোসেন ভূইয়া প্রমুখ।