বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাটেকনাফের হ্নীলা মাদ্রসার ছাত্র শিশু সোয়াদ অপহরণের ১৬দিনেও উদ্ধার হয়নি মা পাগলপ্রায়...

টেকনাফের হ্নীলা মাদ্রসার ছাত্র শিশু সোয়াদ অপহরণের ১৬দিনেও উদ্ধার হয়নি মা পাগলপ্রায় হাসপাতালে ভর্তি।

শামসুল আলম শারেক,টেকনাফ,( কক্সবাজার) প্রতিনিধি। 

টেকনাফের মাদ্রাসা ছাত্র শিশু সোয়াদ বিন আব্দুল্লাহ(০৬) অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি বলে অভিযোগ তার গর্ভধারিনী মাতা নুর জাহানের। সে এখন পুত্র শোকে পাগল প্রায়ই। পবিত্র রমজান মাসের ও আজ ১২ তম রমজান শেষ, পুত্র শোকে নির্ঘুমও উপবাস থেকে রাত যাপন করতে করতে অসুস্থ হয়ে বর্তমানে শিশুটির মা নুরজাহান কক্সবাজারের একটি হাসপাতালে ভর্তি রয়েছে বলে খবর পাওয়া গেছে।

এদিকে অপহরণ কারী চক্রের সাথে জড়িতরা কৌশলে এখনো তাদের দাবীকৃত টাকা পেতে অচেনা অজানা ফোন নাম্বার ব্যবহার করে নানাভাবে হুমকি ধামকি দিয়েযাচ্ছে বলে অভিযোগ পরিবারের সংশ্লিষ্টদের।

অপহরণ কারী চক্রের মুল হোতা উম্মেসালমাও অপহরণে ব্যবহৃত সিএনজিগাড়ী এবং গাড়ীর ড্রাইভার নাছির সহ উক্ত মামলায় সংশ্লিষ্ট ৫ জন কে আটক পুলিশ জেলহাজতে প্রেরন করে। উম্মেসালমার স্বীকারোক্তিতে প্রমাণিত অপরাপর জড়িত শাহিন উম্মে সালমার ভাই, সাদেকতার ভাইয়ের বন্ধু, ও সালেহ প্রকাশ ছাইল্যা শাহিন ওউম্মেসালমার পিতা, ছালেহ প্রকাশ ছাইল্যা নয়াপাড়া ক্যাম্পের ছাইল্যা বাহিনীর সেকেন্ডইন কমান্ড এইচক্র কে আটকে অভিযান পরিচালনা করলে ভীকটিম শিশু সোয়াদ কে উদ্ধার করা সম্ভব হতে পারে বলে তার পরিবারের সকলের ধারণা।

ঘটনায় জড়িত ছালেহ প্রকাশ ছাইল্যাও শাহিন হ্নীলার নয়াপড়া মোচনী রেজিস্ট্রার ক্যাম্পের বি- ব্লকের বাসিন্দা, ছাদেক কক্সবাজারের উপকূলীয় উপজেলা মহেশখালীতে অবস্থান করছে বলে একটি নির্ভরযোগ্যসূত্রে নিশ্চিত হওয়া গেছে।গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে আরো অধিকতর নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করাহলে ভীকটিম উদ্ধার হওয়ার সমুহ সম্ভাবনা রয়েছে বলে এলাকাবাসীর করেছেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি উসমান গণি বলেছেন কোন আসামী ধরে ২৪ ঘন্টার বেশী থানায় রাখা আইন সিদ্ধ নয়।তাই বাকী আসামীর ব্যাপারে পরবর্তী অভিযানওপদক্ষেপ নেয়াহবে। অন্যদিকে ভীকটিমের পরিবার থেকে সোয়াদ কে অক্ষত অবস্থায় ফেরত পেতে সকল আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য যে,গত ৯ ই মার্চ দুপুর ১২ টার দিকে টেকনাফের হ্নীলা পূর্বপানখালী ইমাম আবুহুরায়রা (রাঃ) মাদ্রাসা ছুটি হওয়ার সময় উক্ত মাদ্রাসার ১ম শ্রেণীর ছাত্র কাতার প্রবাসী মোঃ আব্দুল্লার ছেলে শিশু সোয়াদ পরিকল্পিত অপহরণের শিকার হয়েছিল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments