বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলামানিকছড়িতে যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ-২০২৪ উদযাপন ও বীরমুক্তি যোদ্ধাদের সন্মাননা প্রদান।

মানিকছড়িতে যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ-২০২৪ উদযাপন ও বীরমুক্তি যোদ্ধাদের সন্মাননা প্রদান।

স্বপন কুমার নাথ। স্টাফ রিপোর্টার। 

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ৫৩ বছর পূর্বে আজকের এই মহান দিবসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস – স্বাধীনতার ইতিহাস।ত্রিশ লাখ শহীদের আত্মদান আরও প্রায় দুই লক্ষ মা- বোনের ত্যাগ তিতিক্ষা এবং কোটি বাঙালির নিরস্ত্র ও সশস্ত্র যুদ্ধে পঙ্গুত্ব হওয়া সহ আত্নীয় হারানোর হাউমাউ চিৎকারের গৌরবগাথা গণবীরত্বের ইতিহাস সূচনার নাম ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস।

আজ এই মহান দিবসে সারা দেশের ন্যায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগেও ভোরের আলো চোখ মেলার আগেই শহীদ মিনারে স্বাধীনতার বীর সেনাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, রানী নিহার দেবী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন, আনুষ্ঠানিক ভাবে সালাম গ্রহণ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। সকাল ১১ ঘটিকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীরমুক্তি যোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও ভাল খাবার পরিবেশন করা হয়েছে। এ ছাড়া “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন ” শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দা সাদিয়া নূরীয়া’র সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ জয়নাল আবেদীন,উপস্থিত ছিলেন উপজেলা ভুমি অফিসার (এসি,ল্যান্ড), ০১নং মানিকছড়ি ইউ,পি চেয়ারম্যান জনাব মোঃ ফারুক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ ইকবাল,মুক্তি যোদ্ধা কমান্ডার ও উপজেলার প্রায় শতাধিক বীর মুক্তি যোদ্ধা সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। এ ছাড়া ও সারাদিন ব্যাপী বিনা টিকেটে উপজেলা শিশু পার্ক এবং মানিকছড়ি ডি,সি পার্ক উন্মুক্ত রাখা হয়েছে তা ছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনা এবং স্হান সমূহে আলোকসজ্জা সহ উপজেলাধীন জনবহুল এলাকায় মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনের ব্যবস্হা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে উপজেলা চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন বলেন, আজকের মহান দিবসটি যথাযোগ্য মর্যাদায় স্মরণ ও পালন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সব ধরনের ব্যবস্হা গ্রহণ করেছি এবং তাঁহার নির্দেশেই দেশের সূর্য সন্তান ও আমাদের গর্ব বীরমুক্তি যোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের কে আজ আমরা সন্মানিত করেছি যাতে করে আগামী প্রজন্ম ও ইতিহাস এটি মনে রাখে এবং এ সন্মান ও কৃতজ্ঞতা অব্যাহত রাখে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী সহ উপজেলার বেশকিছু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের হাজারো নেতাকর্মী এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments