
হাফেজ রহমাত উল্ল্যাহ, বোরহানউদ্দীন(ভোলা)শিক্ষানবিস প্রতিনিধি।
ভোলা তজুমদ্দিনে এক হিন্দু যুবক, ২৪/০৩/২০২৪ ইং,ফেসবুক এর কমেন্ট এর মাধ্যমে,,বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে,কটুক্তি করেন,এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, তারপর জানা যায়, ঐ হিন্দু যুবক এর নাম বসু দাস,(৩০), এর বাড়ি তজুমদ্দিনে, ইসলামি আন্দোলন এর বিক্ষোভের ডাক দেন,সমাবেশে বক্তব্য রাখেন, লালমোহন ও তজুমদ্দিন এর সংসদ সদস্য, জনাব নুর নবী চৌধুরী শাওন এমপি, তিনি বলেন আগামী সংসদ অধিবেশনে, এই কতা তুলে ধরবেন, এবং আরো বক্তব্য রাখেন,তজুমদ্দিন উপজেলার চেয়ারম্যান, জনাব দুলাল মিয়া,আর বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন এর নেতা মো: শোয়াইব আহমেদ, তিনি বলেন আগামী ২৭/০৩/২০২৪ ইং রোজ মঙ্গলবার ভোলা হাট খোলা জামে মসজিদে বিক্ষোভ মিছিলে আয়োজন করা হয়েছে,উক্ত মিছিলে সকল মুসলমানদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা গেলো,এই বলে সমাবেশ শেষ করেন,,