
মোহাম্মদ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি)।
রাঙ্গামাটির দুর্গম লংগদু উপজেলার দুঃস্থ অসহায় মানুষের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও আর্থিক অবস্থার কথা বিবেচনা করে মনবাতার সেবায় এগিয়ে এসেছেন বাংলাদেশ সেনাবাহিনী, লংগদু জোন।
২৬ মার্চ (মঙ্গলবার) সকালে লংগদু জোনে দুঃস্থ অসহায় পরিবারদের হাতে বাসস্থানের জন্য টিন ও চিকিৎসা এবং শিক্ষার জন্য আর্থিক অনুদান তুলেদেন লংগদু জোনের জোন অধিনায় লেঃ কর্নেল হিমেল মিয়া পিএসসি। এছাড়াও কর্মসংস্থানের জন্য দুজন অসহায় গৃহবধূর হাতে সেলাই মেশিন তুলে দেন তিনি।
এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থান এসব বিষয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনী।