বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে কোরআন তেলোয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত।

পাঁচবিবিতে কোরআন তেলোয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত।

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে পবিত্র মাহে রমজানে শিখা ট্রাস্ট ফাউন্ডেশন দানেজপুরের আয়োজনে কোরআনের পাখি অন্বেষণে কোরআন তেলোয়াত প্রতিযোগিতা-২০২৪ শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে পাঁচবিবি পৌরসভারসহ উপজেলার ৮টি ইউনিয়নের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২৪ ধরঞ্জী ইউনিয়নে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা।অভিজ্ঞ বিচারক মন্ডলীদ্বারা বাছাই পুর্বক উপজেলায় মূল পর্বে অংশ নিতে মনোনিত করা হয় বিজয়ীদের।এরকম পর্যায়ক্রমে সকল ইউনিয়নে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। এতে ইউনিয়ন পর্যায়ে ১ম স্থান ৫০ হাজার, ২য় ৩০ হাজার ও ৩য় ২০ হাজার টাকাসহ শান্তনা পুরস্কার প্রদান করা হচ্ছে।এছাড়াও উপজেলা পর্যায়ে মূল পর্বে প্রথম স্থান অর্জনকারীকে ১লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছেন শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেকুনা নাহার শিখা। মুসল্লিরা জানান,মাহে রমজান মাসে জয়পুরহাট জেলায় এই প্রথম এরকম কোরআন তেলাওয়াতের আয়োজন করায় শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেকুনা নাহার শিখাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments