বাড়িবাংলাদেশেখুলনা বিভাগএবার সীমান্তে প্রাণ গেল বাংলাদেশি পাসপোর্টধারীর।

এবার সীমান্তে প্রাণ গেল বাংলাদেশি পাসপোর্টধারীর।

মোঃ জাকির হোসেন, বেনাপোল (শার্শা):

বেনাপোল ইইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সীমান্তের শুণ্য রেখায় নূর ইসলাম নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মার্চ) দুপুরে সে বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের জন্য নোম্যান্স ল্যান্ডে অপেক্ষা করছিলো। এসময় দির্ঘ লাইনে অতিরিক্ত গরমে হৃদক্রিয়া বন্ধের কারণে অসুস্থ হয়ে ঘটনাস্থলে তিনি মারা যায়।

নিহত পাসপোর্টধারী যশোর কোতোয়ালী থানার বকচর এলাকার গোলাম রসুলের ছেলে। তার পাসপোর্ট নংঃA01131727)।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বিশ্বাস পাসপোর্টধারীর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতগামী ভুক্তভোগী অন্য পাসপোর্টধারীরা জানান, বেনাপোল ইমিগ্রেশনের কার্যক্রম দ্রুত শেষ হলেও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের কার্যক্রম সারতে ঘন্টার পর ঘন্টা দির্ঘ লাইনে দাড়াতে হয়। এসময় কেউ অসুস্থ হলেও শুন্যরেখা থেকে বাইরে যাওয়ার সুযোগ থাকেনা। এর আগেও অসুস্থ হয়ে অনেক পাসপোর্টধারীদের সীমান্তে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা আজও হয়নি।

ভুক্তভোগী পাসপোর্ট যাত্রীরা দু’দেশের হাই কমিশনের দৃষ্টি আকর্শন করেছেন। তাতেও কনো লাভ হয়নি। এর একটা সুরাহা হওয়া উচিত বলে মনে করেন পাসপোর্ট ধারী ভ্রমণার্থীরা।বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য সকলে অনুরোধ জানিয়েছেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments