বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে ৮ম শ্রেণীর ছাত্রী অপহরনকারী গ্রেফতার ও অপহৃতা উদ্ধার।

পাঁচবিবিতে ৮ম শ্রেণীর ছাত্রী অপহরনকারী গ্রেফতার ও অপহৃতা উদ্ধার।

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে অষ্টম শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে জোরপূর্বক অপহরণের অভিযোগে অপহরনকারী গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধার করেছে জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের সদস্যরা ।

র‍্যাব-৫,সিপিসি-৩,জয়পুরহাটের ১টি চৌকস দল মঙ্গলবার গভীর রাতে পাঁচবিবি থানার মালঞ্চা এলাকায় অভিযান চালিয়ে জয়পুরহাট সদর থানার বিষ্ণুপুর গ্রামের জহুরুল ইসলামের পুত্র অপহরণকারী মোঃ নুর আলম হোসেন (২০) কে গ্রেফতার করে এবং অপহৃতা অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে উদ্ধার করে।

গত ৩ এপ্রিল বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়,গত ১লা এপ্রিল দক্ষিণ বিষ্ণুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ৮ম শ্রেণীর ১৩ বছরের নাবালিকা ছাত্রীকে জয়পুরহাট জেলার সদর থানার সৈয়দ আলীর মোড় এলাকা হতে জোরপূর্বক অপহরণ করে নুর আলম হোসেন।

এব্যাপারে অপহৃতার পরিবার মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে অবশেষে কন্যার বাবা খঞ্জনপুর এলাকায় র‍্যাবের টহল টিমকে দেখতে পেয়ে তাদের কাছে মেয়ে অপরহরণের অভিযোগ করে।

অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে রাতেই র‍্যাব অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে গ্রেফতারকৃত অপহরণকারীকে র‍্যাব আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করেছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments