
শিশির হাওলাদার,গলাচিপা(পটুয়াখালী)
গলাচিপায় আসন্ন পবিত্র ঈদুল ফিতরে নিরাপদে ঈদের নামাজ, আইনশৃঙ্খলা সহ ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে উপজেলা ঈমাম পরিষদ, ইসলামী ফাউন্ডেশন, রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুধী সমাজ, সাংবাদিক ও সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সমন্বয়ে ৪ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ ১৪৩১ বাংলা উৎযাপন উপলক্ষে এক মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.সাহিন শাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মজিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু.শাহআলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আল আমিন,সিনিয়র মৎস্য অফিসার মোঃজহিরুন্নবী, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুদ্দিন শানু ঢালী, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ওয়াহিদ, পৌর প্যানেল মেয়র শুসিল চন্দ্র বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন।
সভায় নিরাপদে ঈদুলফিতরের নামাজ আদায়,ও পহেলা বৈশাখীর মেলা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, খেয়াঘাট, লঞ্চঘাট,বাসস্ট্যান্ড,ঈদগাহ মাঠ প্রাঙ্গন, আলোকসজ্জা,গেট,তোরন, ও ৭দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন সহ সভায় বিভিন্ন সংগঠনের মতামতের ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।