বাড়িরংপুর বিভাগপঞ্চগড় জেলাপঞ্চগড়ে অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে ...

পঞ্চগড়ে অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে ব্যাটালিয়ন (১৮ বিজিবি)।

মো: আকতারুজ্জামান কাজল,উপজেলা প্রতিনিধি বোদা, পঞ্চগড়। 

৩ এপ্রিল বুধবার, বিকেলে জেলার সদর উপজেলার খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)।

অধিনায়ক লে.কর্ণেল মো. যুবায়েদ হাসান পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় ১৮ বিজিবির পরিচালক মো.জামাল উদ্দিনসহ বিজিবি সদস্যবৃন্দ।

বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় মানবতার সেবায় অসহায় ও দরিদ্রদের মাঝে বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় রমজানে অসহায় মানুষদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

৪ এপ্রিল বুধবার, বিজিবি’র মহা পরিচালকের নির্দেশনায় সদর উপজেলার খোলাপাড়া এলাকায় দেড় শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বিজিবি জানায়, রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তাই সবার সাথে ইফতার ভাগা-ভাগি করে খাওয়া টা অত্যন্ত আনন্দের। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময়ই সমাজের দারিদ্র জনগোষ্ঠীর মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও বিজিবিরএই কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবি’র পক্ষ থেকে ইফতার পেয়ে অসহায় পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে বলে, তারা যেন দেশের সেবার পাশাপাশি আসহায় মানুষদের উপকার করতে পারেন। সে দোয়া করি মহান আল্লাহ তায়া’লা কাছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments