
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ১ কেজি গাঁজাসহ সিয়াম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তার করে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবক ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ সূএে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই হারুনুর রসিদসহ পুলিশের একটি দল ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন উত্তর মিয়া পাড়া মহল্লায় অভিযান পরিচালনা করে। এ সময় সিয়ামকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো: নাইবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে পলাশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।